অচিরেই সব রায় বাংলায়: প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট;
  • Update Time : Sunday, February 21, 2021
  • 281 Time View

‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে,’ বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সকল রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রুপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।’

তিনি বলেন, ‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। সেটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’

এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা তার সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category